সোমবার, ১০ আগস্ট, ২০২০

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে বিধায়ক বিমলেন্দু সিং রায় আদিবাসি ভাই ও বোনেদের মধ্যে কিছু মাস্ক বিতরণ করলেন

গতকাল ছিলো ৯ই আগষ্ট আর এই ৯ই আগষ্ট হলো বিশ্ব আদিবাসী দিবস

বিধায়ক বিমলেন্দু সিং রায়
বিধায়ক বিমলেন্দু সিং রায়


নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ছিলো ৯ই আগষ্ট আর এই ৯ই আগষ্ট হলো বিশ্ব আদিবাসী দিবস,  এই শুভ উপলক্ষ্যে নদীয়ার ৭৭, নাম্বার করিমপুর বিধায়ক বিমলেন্দু সিং রায় মহাশয়ের পক্ষ থেকে হরেকৃষ্ণপুর পাড়া চার্চ সংলগ্ন আদিবাসী পরিবারের মধ্যে ও মুরুটিয়া আদিবাসী খিস্টান পাড়ার মধ্যে কিছু মাস্ক বিতরণ করা হলো , মাস্ক বিতরণের পাশাপাশি তিনি সারা বিশ্বব্যাপি যেভাবে করোনা ভাইরাস মহামারি আকার ধারন করে সারা ভারত সহ পশ্চিমবঙ্গ রাজ্যেও মারাত্মক আকারে ছড়িয়েছে তা নিয়ে বিধায়ক মহাশয় তাদের মধ্যে করোনা ভাইরাসের আক্রান্ত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সচেতনতা কথা বলে তাদের এক সচেতনেতা সৃষ্টি করলেন।যাতে আগামী দিনে আমাদের আদিবাসি ভাই ও বোনেরা ভালো থাকে। এই ভাবে কিছুটা সময় ওনাদের সাথে কাটালেন ৭৭, নাম্বার করিমপুর তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিমলেন্দু সিং রায়। 


তৃনমূল কংগ্রেস বিধায়ক বিমলেন্দু সিং রায় -এর বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে মাস্ক বিতরন

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে মাস্ক বিতরন করলেন তৃনমূল কংগ্রেস বিধায়ক বিমলেন্দু সিং রায়

Posted by নিউজ ভারত বাংলা -দৈনিক অনলাইন পত্রিকা on Sunday, August 9, 2020
Published on

10/08/2020 10:16

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: