শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

ভারতে ১৩০ কোটির মধ্যে মাত্র দেড় কোটি মানুষ আয়কর মেটান জানিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের নরেন্দ্র মোদী

 “নিজের আত্মাকে প্রশ্ন করুন। দু’দিন বাদেই ১৫ অগস্ট"

ভারতের নরেন্দ্র মোদী
ভারতের নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন ভারতের স্বাধীনতার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের স্মরণ করে স্বেচ্ছায় আয়কর জমা করার আহ্বান। প্রধানমন্ত্রী আজ বলেন, “নিজের আত্মাকে প্রশ্ন করুন। দু’দিন বাদেই ১৫ অগস্ট। স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন সেসব মানুষদের স্মরণ করুন। তাহলে আপনাদেরও ঠিক মনে হবে, ‘আমাকেও কিছু করতে হবে দেশের জন্য’।” কিন্তু, প্রশ্ন বিরোধীদের! তবে কি আয়কর আদায়েও ক্ষেত্রেও এ বার জাতীয়তাবাদ ভরসা মোদীর?। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের দু’দিন আগেই বৃহস্পতিবার করদাতাদের অধিকার এবং দায়িত্ব নিয়ে তৈরি একটি সনদ প্রকাশ করেছেন। এই ধরনের সনদ এই প্রথম ভারতে। কিন্তু ভারতে ১৩০ কোটির মধ্যে মাত্র দেড় কোটি মানুষ আয়কর মেটান জানিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের নরেন্দ্র মোদী।

Published on

14/08/2020 09:55

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: