শনিবার, ৮ আগস্ট, ২০২০

৩৪ বছরের রাশেদ 'মাদক চোরাচালান চক্রের' সঙ্গে জড়িত ছিলেন | ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গড়েছেন হাসিনা

গাড়ি থামালেও তল্লাশি করতে দিতে চাননি রাশেদ 

নিহত সিনহা মহম্মদ রাশেদ খান
নিহত সিনহা মহম্মদ রাশেদ খান

নিজস্ব সংবাদঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহরক্ষী বাহিনীর(SSF) প্রাক্তন অফিসার কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হন, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত মেজর নিহত সিনহা মহম্মদ রাশেদ খান। বাংলাদেশ পুলিশের অভিযোগ, ৩৪ বছরের রাশেদ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গড়েছেন হাসিনা। 

৩১ জুলাই রাতে রাশেদ এবং তাঁর সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত একটি গাড়িতে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। রাশেদ সেনা সদস্যের পোশাক পরে ছিলেন। অভিযোগ, গাড়ি থামালেও তল্লাশি করতে দিতে চাননি। পুলিশকর্মীদের সঙ্গে বাদানুবাদের সময় রাশেদ পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে উদ্যত হন। সে সময় প্রান বাঁচাতে পাশ থেকে অন্য পুলিশ তাকে গুলি করেন। 

Published on

08/08/2020 12:58

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: