সোমবার, ১০ আগস্ট, ২০২০

আজ বিকেলে কলকাতাতে হেয়ার স্ট্রিটে একটি বহুতলে আগুন লাগে

আগুন লাগার কিছু ক্ষনের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তাড়াতাড়ি চারদিকে আগুন ছড়াতে শুরু করেছে

একটি বহুতলে আগুন লাগে
একটি বহুতলে আগুন লাগে

নিজস্ব সংবাদদাতাঃ আজ বিকেলে কলকাতার হেয়ার স্ট্রিটে একটি বহুতলে হঠাৎই কালো ধোঁয়া দেখেন স্থানীয় বাসিন্দারা। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী শেখাণে পৌঁছেছেন। পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।পরে আরও ইঞ্জিন ঘটনাস্থলে সেখানে গিয়েছে। আগুন লাগার কিছু ক্ষনের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তাড়াতাড়ি চারদিকে আগুন ছড়াতে শুরু করেছে। ঘনবসতিএলাকা বলে আগুন আশেপাশে ছড়ানোর আশঙ্কা রয়েছে। দেখা গেল, দু'পাশের বিল্ডিং থেকে আগুনের উৎসস্থলে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, যাঁরা আটকে পড়েছিলেন হেয়ার স্ট্রিটে একটি বহুতলে তাদের নিয়ে আসা হয়েছে। তাঁদের বক্তব্য, আগুন নেভানোর পর সে এ বিষয়ে তদন্ত করা হবে। দমকল কর্মীরা বলেছেন, আপাতত আগুন সামাল দেওয়া গিয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকার বিদ্যুৎ সংযোগ। হাইড্রলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে। ল্যাডারে উঠে চার তলা ও পাঁচতলায় জল স্প্রে করা হবে।

Published on
10/08/2020 19:39

Published  By: BIPRADIP DAS

Share This

0 Comments: