বুধবার, ১৯ আগস্ট, ২০২০

ভারতীয় কোভিড ভ্যাকসিনের শেষ পর্যায়ের পরীক্ষা চলছে

এই পরীক্ষাটি সফল হলেই ভারতবাসী কিছু সময়ের মধ্যেই পেতে চলেছে মারণ রোগের ভারতীয় করোনা প্রতিষেধক

ভারতীয় কোভিড ভ্যাকসিনে
ভারতীয় কোভিড ভ্যাকসিন

নিজস্ব সংবাদদাতাঃ একেই বলেই আত্মনির্ভর ভারত! মোদী অবশেষে তা করে দেখালেন। ভারতীয় কোভিড ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে। মানবদেহে এই পরীক্ষাটি সফল হলেই ভারতবাসী কিছু সময়ের মধ্যেই পেতে চলেছে মারণ রোগের ভারতীয় করোনা প্রতিষেধক। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, নীতি আয়োগের সদস্য ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের চেয়ারম্যান মাননীয় ডঃ ভি কে পল বলেছেন, ভারতের এই সময় তিনটি সংস্থা করোনার টিকা আবিষ্কারের লক্ষ্যে কাজ করছে। যার একটি আজ-কালের মধ্যেই শুরু করে দিচ্ছে মানবদেহে তৃতীয় দফার পরীক্ষা। জানা গিয়েছে, হায়দরাবাদ রাজ্যের "ভারত বায়োটেক সংস্থার" কোভ্যাকসিনই এই শেষ পরীক্ষা শুরু করতে চলেছে। ইতিমধ্যেই, এই টিকার প্রথম পর্যায়ের ট্রায়াল সমাপ্ত হয়েছে। দ্বিতীয় বারের মতো পরীক্ষা সম্পন্ন হয়েছে ১২টি শহর নিয়ে। এবার শুরু হবে শেষ দফা। একইসাথে রাশিয়া যে ভ্যাকসিন আবিস্কার করেছে তাকে অগ্রাহ্য করছে না ভারত সরকার। জানা গিয়েছে, রাশিয়ার করোনা ভ্যাকসিন নির্মাতা কোম্পানির সাথে যোগাযোগ করেছে মস্কোয় থাকা ভারতীয় দূতাবাস। রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনের গতিপ্রকৃতি সম্পকে সন্ধান করতে চাইছে মোদী সরকার।

Published on

19/08/2020 09:18

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: