রবিবার, ২ আগস্ট, ২০২০

নদিয়া জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৭ জন

এই মুহুর্তে জেলার দক্ষিণপ্রান্তেই আক্রান্তের সংখ্যা বেশি বাড়়ছে

করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৭ জন
করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৭ জন

নিজস্ব সংবাদদাতাঃ
শনিবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১৭ জন। দিনের পর দিন এই নদিয়া জেলার নানা প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহুর্তে জেলার দক্ষিণপ্রান্তেই আক্রান্তের সংখ্যা বেশি বাড়়ছে। নতুন করে যে ৩৭ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে চাকদহ পুর এলাকাতেই রয়েছেন ১৩ জন, রানাঘাট শহরে আছেন ৬ জন। এছাড়়া কল্যাণী, গয়েশপুর, শান্তিপুর পুর এলাকা এবং কৃষ্ণনগর ১, তেহট্ট ২ ব্লকেও আক্রান্ত রয়েছে।  এদিনের পর কল্যাণী পুর এলাকাতেই আক্রান্ত রয়েছেন ৭১ জন। চাকদহ শহরে আক্রান্ত রয়েছেন ৭০ জন, হরিণঘাটা শহরে আক্রান্তের সংখ্যা ৪৬। তেহট্ট ১ ব্লকে শনিবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭২। গয়েশপুর শহরে ৩৮, রানাঘাট শহরে ৩৬ এবং রানাঘাট ২ ব্লকে ৪৩ জন আক্রান্ত। 
 ক্রমশ জেলার দক্ষিনেও তা ভালভাবেই ছড়়াচ্ছে। তুলনায় জেলার নবদ্বীপ, বীরনগর এবং তাহেরপুর পুর এলাকায় আক্রান্তের সংখ্যা কম। দীর্ঘদিন সংক্রমণহীন হয়ে ছিল রানাঘাট শহর-লাগোয়া কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়া। সম্প্রতি সেখানেও সংক্রমণের ঘটনা ঘটেছে। এ দিন সকাল পর্যন্ত কুপার্সে এক জন আক্রান্ত হয়েছেন।

Published on
02/08/2020 08:58

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: