সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ভারতবাসী আগামী ৭৩ দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পেতে পারে

দেশ জুড়ে বণ্টনের কাজের রূপরেখা ইতিমধ্যেই করে ফেলেছে ভারতের "সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া

ভারতবাসী আগামী ৭৩ দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পেতে পারে

নিজস্ব সংবাদদাতাঃ ভারতবাসী আগামী ৭৩ দিনের মধ্যেই বিনামূল্যে করোনার টিকা পেতে পারে। ভারতের করোনা ভ্যাকসিন আবিষ্কারক বিশেষ সংস্থা "সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া" এক কর্তা  গত শনিবার জানিয়েছেন, তাঁদের তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন পরীক্ষার কাজ আগামী ৫৮ দিনের মধ্যেই শেষ হবে।ইতি মধ্যে ভ্যাকসিনের অন্তিম পর্যায়ের কাজ শুরু হয়েছে ভারতে। মুম্বই, পুণে, আমদাবাদ-সহ দেশের ২০টি শহরে দেহে প্রথম ডোজটি দেওয়া হয়েছে গত শনিবার। ২৯ দিন পরে ১,৬০০ জন স্বেচ্ছাসেবকের দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। ভারতে করোনা টিকার উৎপাদন করা এবং সারা দেশ জুড়ে বণ্টনের কাজের রূপরেখা ইতিমধ্যেই করে ফেলেছে ভারতের "সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

Published on

24/08/2020 14:22

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: