রবিবার, ২ আগস্ট, ২০২০

অনলাইনের মাধ্যমেই জয়েন্টের ফল প্রকাশ হবে | ৭ -ই আগষ্ট ফলাফল

জয়েন্টের ছাত্রছাত্রীরা এবার ভার্চুয়ালি রিপোর্টিং করতে পারবে

অনলাইনের মাধ্যনেই জয়েন্টের ফল প্রকাশ হবে | ৭ -ই আগষ্ট ফলাফল
 ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি রিপোর্টিং করতে পারবে

নিজস্ব সংবাদদাতাঃ
রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অনলাইনের মাধ্যনেই জয়েন্টের ফল প্রকাশ হবে। এই বছর জয়েন্ট এন্ট্রান্, বোর্ড জানিয়েছে, জয়েন্টের ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি রিপোর্টিং করতে পারবে। অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে না গিয়েই ভর্তি ব্যবস্থা করা যাবে। 
গত ২ ফেব্রুয়ারি এ বছরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। করোনা হানায় পিছোতে পিছোতে ছয় মাস লেগে গেল ফলাফল প্রকাশ করতে। ছ-মাসের মাথায় এই পরীক্ষার ফলাফল ঘোষণার দিনক্ষণ জানানো হল। উল্লেখ্য, এবার করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা সব বিষয় শেষ করা যায়নি। উচ্চমাধ্যমিক শেষ না হওয়া পর্যন্ত এই ফলাফ প্রকাশ করতে পারছিল না জয়েন্ট এন্ট্রান্ বোর্ড।  

Published on
02/08/2020 18:09

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: