শনিবার, ১৫ আগস্ট, ২০২০

ভারতে তৈরি প্রথম টিকা কোভ্যাক্সিনের এখন দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল চলছেঃ নরেন্দ্র মোদী

ভারতে একটি টিকা নয়, তিন তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে

ভারতে তৈরি প্রথম টিকা কোভ্যাক্সিন
ভারতে তৈরি প্রথম টিকা কোভ্যাক্সিন

নিজস্ব সংবাদদাতাঃ আজ লালকেল্লায় ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলেছেন, ভারতে একটি টিকা নয়, তিন তিনটি করোনা ভ্যাকসিন নিয়ে কাজ চলছে! তাঁর আরও মন্তব্য, ‘‘ভারতীয় গবেষকরা দিন-রাত জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন। গবেষকদের সবুজ সঙ্কেত পেলেই শুরু হবে সারা ভারত জুড়ে করোনা টিকার গণ উৎপাদন। ভারত সরকার প্রত্যেক দেশবাসীর কাছে ন্যূনতম দামে এবং ন্যূনতম সময়ে করোনার টিকা পৌঁছে দেওয়ার রূপরেখাও তৈরি করে ফেলেছে ইতি মধ্যে।’’ রাশিয়া যে করোনা টিকা আবিষ্কারের কথা ঘোষণা করলেও ভারতে তৈরি প্রথম টিকা কোভ্যাক্সিনের এখন দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ফলস্বরুপ, সেই টিকা চলতি বছরে তা বাজারে আসবে কি না, এই সংশয় প্রকাশ করেছে ভারতীয় বিশেষজ্ঞরা। গত জুলাই মাসে ভারতের দুই রাষ্ট্রায়ত্ত সংস্থা, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)-র সহযোগিতায় কোভ্যাক্সিন তৈরি করার পরে প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়। ভারতীয় সংস্থা জিডাস ক্যাডিলা এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-ও করোনা টিকা নিয়ে গবেষণা করার কাজ চালাচ্ছে। আজ নরেন্দ্র মোদীর বক্তৃতায় উঠে এসেছে ভারত সরকারের জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের উক্তি। এই ভারত সরকারের জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন চালুর ঘোষণা করে তিনি বলেন, ‘‘দেশের প্রত্যেক নাগরিক একটি স্বাস্থ্য পরিচয়পত্র (হেল্থ আইডি কার্ড) পাবেন।

Published on

15/08/2020 18:12

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: