রবিবার, ২ আগস্ট, ২০২০

স্বা্স্থ্যভবনের নতুন নির্দেশিকায় করোনা রোগীর উদেশ্যে বার্তা

রোগীকে পরবর্তী তিনদিন টেস্ট ছাড়াই হাসপাতাল বা সেফ হোম থেকে ছুটি দিয়ে দেওয়া হবে

নতুন নির্দেশিকায় করোনা রোগীর উদেশ্যে বার্তা
 নতুন নির্দেশিকায় করোনা রোগীর উদেশ্যে বার্তা 
নিজস্ব সংবাদদাতাঃ স্বা্স্থ্যভবন সূত্রে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার পরেও বহু মানুষকে হেনস্থা বা সামাজিকভাবে দূরে সরিয়ে রাখা হচ্ছে, সে কারণেই এই নির্দেশিকা বলে জানানো হয়েছ্‌, 'সাতদিন পর থেকে রোগীকে পরবর্তী তিনদিন টেস্ট ছাড়াই হাসপাতাল বা সেফ হোম থেকে ছুটি দিয়ে দেওয়া হবে। এরপর সাতদিন হোম আইসোলেশনে থাকতে হবে তাঁকে। তারপর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি'।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন প্রোটোকল প্রস্তুত। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কী কী পরিষেবাতে মিলবে। করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় কোনও প্রকারভেদ রাখা যাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

 Published on
02/08/2020 17:56

 Published By: BIPRADIP DAS 

Share This

0 Comments: