বুধবার, ১২ আগস্ট, ২০২০

কালীঘাট মন্দিরে প্রসাদ বিতরণের নামে ওয়েবসাইট বিজ্ঞাপন দিয়ে ব্যবসা

কালীঘাট মন্দিরে কোভিডের সংক্রমণ এড়াতে বিগ্রহের নিত্যদিনের পুজো এবং ভোগ নিবেদন ছাড়া বাকি সমস্ত আনুষ্ঠানিকতা বন্ধ

কালীঘাট মন্দিরে
কালীঘাট মন্দির

নিজস্ব সংবাদদাতাঃ কালীঘাট মন্দিরে কোভিডের সংক্রমণ এড়াতে বিগ্রহের নিত্যদিনের পুজো এবং ভোগ নিবেদন ছাড়া বাকি সমস্ত আনুষ্ঠানিকতা বন্ধ। ভক্তদের প্রসাদ বিতরণ বন্ধ, সিঁদুরের টিপ দেওয়া বন্ধ, এমনকি ফুল-বেলপাতা নিয়ে মন্দিরে ঢোকাও বারণ। কালীঘাট মন্দিরে গর্ভগৃহ স্পর্শ না করে শুধুমাত্র বিগ্রহ দর্শনের অনুমতি দেওয়া হয়েছে দর্শনার্থীদের। কিন্তু কালী মন্দির কমিটি ও সেবায়েত কাউন্সিলের সম্পাদক দীপঙ্কর চট্টোপাধ্যায় অভিযোগ, মায়ের প্রসাদ বা ভোগ বিতরণ বন্ধ থাকা সত্ত্বেও কালীঘাটে পুজো দেওয়া বা সেই প্রসাদ বাড়িতে পাঠিয়ে দেবার নাম করে বেশ কিছু ওয়েবসাইট ইতিমধ্যে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা নিয়ে বসেছে। সেই বাবদ টাকাও নেওয়া হচ্ছে ভক্তদের কাছ থেকে। কালীঘাট মন্দিরে কাউন্সিল সূত্রে যা জানা গিয়েছে, ইতি মধ্যে কয়েকটি সংস্থার বিরুদ্ধে কলকাতা লালবাজারের তাদের সাইবার শাখায় ইমেল পাঠিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। সাথে কালীঘাট থানাতেও অভিযোগ দেওয়া হয়েছে।

Published on

12/08/2020 13:14

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: