বুধবার, ১৯ আগস্ট, ২০২০

শীর্ষ আদালত রায় দিল "সুশান্ত সিংহ মৃত্যু মামলার তদন্ত করবে সিবিআই"

মঙ্গলবার রিয়া জানিয়েছেন, সুশান্ত সিংহ মৃত্যু তদন্ত সিবিআই করলে তাঁর কোনও আপত্তি নেই

সুশান্ত সিংহ মৃত্যু মামলার তদন্ত করবে সিবিআই

নিজস্ব সংবাদদাতাঃ পুরো ভারত তাকিয়ে আছে আজ সুপ্রিম কোর্টের রায় দিকে। আজকে ভারতের শীর্ষ আদালত সেই রায় দিল "সুশান্ত সিংহ মৃত্যু মামলার তদন্ত করবে সিবিআই"। রিয়ার বিরুদ্ধে পটনায় এফআইআর দায়ের করেন অভিনেতার বাবা কেকে সিংহ। এছাড়াও, সুশান্তের ১৫ কোটি টাকা তছরুপের দাবি তুলেছেন সুশান্তের বাবা। সেই এফআইআর মুম্বইয়ে স্থানান্তরিত করার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী রিয়া। মঙ্গলবার রিয়া জানিয়েছেন, সুশান্ত সিংহ মৃত্যু তদন্ত সিবিআই করলে তাঁর কোনও আপত্তি নেই। আইনজীবী এও জানান, মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী-পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে রিয়ার কোনও যোগ নেই। বিহার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো প্রথমেই জানানো হয়েছিল পরিবার ইচ্ছা হলে সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করবে।আজ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তদন্তের কার হাতে যাবে তা এখনও স্পষ্ট হয়ে গেল।

Published on

19/08/2020 13:58

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: