মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

যশাের ভবদহ অঞ্চলে বারবার জলাবদ্ধতায় ক্ষতির মুখে কৃষিজমি

নানা কারণে এ সুইট গেটগুলাে আজ ভবদহবাসীর কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে

যশাের ভবদহ অঞ্চলে বারবার জলাবদ্ধতা
যশাের ভবদহ অঞ্চলে বারবার জলাবদ্ধতা

মোরশেদ আলম, বাংলাদেশ প্রতিনিধি: যশোর- মনিরামপুর ভবদহ অঞ্চলে আবার জলাবদ্ধতা শুরু হয়েছে জলাবদ্ধতা যেন পিছু ছাড়ছে না এ অঞ্চলের মানুষের। ভবদহ সুইস গেট দিয়ে পার হয় এ অঞ্চলের ২৭ টি বিলের পানি। কিন্তু নানা কারণে এ সুইট গেটগুলাে আজ ভবদহবাসীর কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। গেট গুলােতে পলি জমে যাওয়ায় বিলের পানি নামতে পারেনা।ফলে দিনদিন নদীর তলদেশ উঁচু হয়ে যাচ্ছে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ইতি পূর্বে ভবদহ সংস্কারের জন্য নানা প্রকার প্রকল্প হাতে নেওয়া হলেও তা কোন কাজে আসেনি অন্যদিকে নদীগুলাে পরিণত হয়েছে মরা খালে। এতে হালকা বর্ষাতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। বাজুকুলটিয়া , বাড়েদা , মশিয়াহাটি , হাটগাছা , ডুমুরতলা গ্রাম ঘুরে দেখা যায় প্রায় অর্ধ শতাধিক বাড়িতে ইতি মধ্য পানি উঠেছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সমন্বয়ক কানু বিশ্বাস জানান , পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে চলেছে।  এখনই যদি বাড়িতে পানি উঠে পড়ে , তবে জলাব্ধতার হতে বেশি দেরি নাই ভবদহ পানি নিষ্কাশণ সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী জানান , একটি মহল ভবদহে নানা প্রকার ব্যাবসার প্রতিষ্ঠানে রুপান্ত্রিত করেছে। সকল বাঁধা অতিক্রম করে টি আর এম সিস্টেম চালু না করতে পারলে আমরা স্থায়ী জলাবদ্ধতার শিকার হবাে।স্থানীয় কয়েক জন কৃষকের সঙ্গে আলোচনা করে জানা যায় বারবার জলাবদ্ধতায় চাষাবাদের প্রচুর ক্ষতি হচ্ছে তারা জানান এভাবে চলতে থাকলে তাদেরকে অনাহারে দিন কাটাতে হবে। 

Published on

25/08/2020 17:16

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: