রবিবার, ৩০ আগস্ট, ২০২০

এবার সচল হবে ভারতের মেট্রো রেল

 বিভিন্ন রাজ্য সরকারগুলি কন্টেইনমেন্ট জোনের বাইরে নতুন করে আর লকডাউনের ঘোষণা করতে পারবে না

ভারতের মেট্রো রেল পরিষেবা চালু হবে

নিজস্ব সংবাদদাতাঃ এবার সচল হবে ভারতে মেট্রো রেল। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে সারা ভারত জুড়ে চালু হয়ে যাচ্ছে এই পরিষেবা। রাজ্যে গত শনিবার আনলক-৪ পর্বের ঘোষণা সংক্রান্ত নির্দেশিকায় একথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এদিনের ঘোষণার বিশেষ সিদ্ধান্ত হল, বিভিন্ন রাজ্য সরকারগুলি কন্টেইনমেন্ট জোনের বাইরে নতুন করে আর লকডাউনের ঘোষণা করতে পারবে না। রাজ্য সরকারগুলি সব কিছু বন্ধ করার আগে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আগে আলোচনা করতে হবে রাজ্যক-সরকারকে। 

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারত জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে নবম ক্লাস থেকে দ্বাদশ ক্লাসের পড়ুয়াদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। 

Published on

30/08/2020 08:56

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: