বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

করোনা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ১০ লক্ষ টাকা করে দেবে ত্রিপুরা সরকার

 ৭ মে মুখ্যমন্ত্রী ওই ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন

মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব
মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরা সরকার করোনা মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা করে দেবে। বিপ্লবকুমার দেব গত ৭ মে মুখ্যমন্ত্রী ওই ক্ষতিপূরণের ঘোষণা করেছিলেন। তিনমাস জুড়ে সরকার ক্ষতপূরন দেবে, প্রথম দুই মাসে তিন লক্ষ টাকা করে এবং শেষ কিস্তিতে বাকি চার লক্ষ।  ত্রিপুরা রাজ্যে বর্তমানে ৮৩ জনের মৃত্যু হয়েছে করোনা রোগে আক্রান্ত হয়ে। জানা গিয়েছে, স্বাস্থ্য দফতর মৃতের তালিকা সংগ্রহ করেছে।

ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলেন, “টাকাটা পেলে তবে বিশ্বাস হবে। কারণ আগেও সরকার এই রকম প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সেই টাকা দেয়নি। এত দিনেও ক্ষতিপূরণ না পাওয়াটাই দুর্ভাগ্যজনক।” 

Published on

27/08/2020 17:49

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: