মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

রাজ্য নির্বাচন কমিশনার আনুষ্ঠানিক ভাবে পদ থেকে ইস্তফা দিলেন

তিনি ফিলিপিন্সের এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক -র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন 

রাজ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা
রাজ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা

নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ -শের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা কিন্তু তার আগেই সেই নির্বাচন কমিশন পদ থেকে ইস্তফা দিলেন। জানা গিয়েছে, তিনি ফিলিপিন্সের এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক -র ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন । ১৫ জুলাই আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়। একমাস পর, মঙ্গলবার নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা দিলেন লাভাসা। আগামী ৩১ অগস্ট সেই নির্বাচন কমিশন পদ থেকে ইস্তফা চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ দিন পদত্যাগপত্র জমাও দিয়েছেন রাজ্যের লোকসভা ভোটের প্রচারে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বাকি দুই নির্বাচন কমিশনারের মতো ক্লিনচিট দিতে আপত্তি করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসা। নির্বাচনের পরেই রাজ্য নির্বাচন কমিশনার অশোক লাভাসার স্ত্রী, ছেলে ও বোনের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ আনে আয়কর দফতর। সমস্ত অভিযোগ অস্বীকার করে লাভাসা সততার মূল্য দিতে হচ্ছে বলে সেই সময় মন্তব্য করেছিলেন প্রাক্তন নির্বাচন কমিশনার লাভাসা। তিনি এও বলেন, ‘‘সততার মূল্য দিতেই হয়, এর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। এতে সরাসরি ব্যক্তিবিশেষের ক্ষতি হতে পারে, এ গুলি সবই সততারই অঙ্গ।’’

নদীয়া কৃষ্মনগর মনসা পুজো

নদীয়া কৃষ্মনগর মনসা পুজো #নদীয়া_কৃষ্মনগর_মনসা_পুজো

Posted by নিউজ ভারত বাংলা -দৈনিক অনলাইন পত্রিকা on Monday, August 17, 2020

Published on:

18/08/2020 20:30

Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: