বুধবার, ৫ আগস্ট, ২০২০

আজ ৫-ই আগষ্ট ভূমিপুজো অযোধ্যায়! শিলান্যাস করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সন্ধ্যে সাড়ে ৬টায় প্রদ্বীপ জ্বালানো হবে

ram temple
 ভূমিপুজো অযোধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ আজ ৫-ই আগষ্ট ভূমিপুজো অযোধ্যায়! আজ বেলা সাড়ে বারোটায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলান্যাস করবেন, সন্ধ্যে সাড়ে ৬টায় প্রদ্বীপ জ্বালানো হবে। তার আগেই পরিকল্পিত রাম মন্দিরের নকশাটি প্রকাশ্যে আনল ভারত সরকার। মন্দিরটি মূলত যা পরিকল্পনা করা হয়েছিল তার থেকে আয়তনে প্রায় দ্বিগুণ হবে। পরিকল্পিত রাম মন্দিরের ছবিতে চূড়া, স্তম্ভ এবং গম্বুজ সহ একটি দুর্দান্ত তিন তলা পরিকাঠামো দেখা গিয়েছে। 
বিগত ১৯৯২ সালে ১৬ শতকের বাবরি মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সারা হিন্দুস্তানের(ভারত) বিশ্বাস, বাবর আমলে ভগবান রামের জন্মস্থানে তৈরি প্রাচীন মন্দিরের একটি ধ্বংসাবশেষের উপর নাকি এই মসজিদ তখন নির্মাণ করেছিলো। 
সুপ্রিম কোর্ট নিজের রায়ে জানিয়েছিল যে, আগে যেহুতু রামমন্দির ছিলো তাই! এই বিতর্কিত জমিতে আবার রাম মন্দির তৈরির জন্যই হস্তান্তর করা হবে এবং মুসলমানদের জন্য আলাদা ভাবে পাঁচ একর বিকল্প স্থান দেওয়া হবে। মন্দিরের নকশা অনুযায়ী, বেশি পরিমাণ ভক্তদের জমায়েতের জন্য দু'টির পরিবর্তে পাঁচটি গম্বুজ থাকবে। 

Published on
05/08/2020 08:57

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: