সোমবার, ১৭ আগস্ট, ২০২০

বাংলাদেশ বিখ্যাত অনলাইন পত্রিকা "কালের সংবাদ"’র অফিসে সন্ত্রাসী হামলা

ঢাকা উত্তরাতে অবস্থিত কালের সংবাদ’র অফিস ভাংচুর করে যায়, সাথে কালের সংবাদ সম্পাদক’কেও ধরে মারধর করে

বাংলাদেশ বিখ্যাত অনলাইন পত্রিকা "কালের সংবাদ"’র অফিসে
বাংলাদেশ বিখ্যাত অনলাইন পত্রিকা "কালের সংবাদ"’র অফিস

নিজস্ব সংবাদঃ গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিখ্যাত অনলাইন পত্রিকা "কালের সংবাদ"’র অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। খালেকুজ্জামান (৩৮) ও খাইরুল ইসলাম (৪২) নামে এই দুই ব্যাক্তি নিজেদের শাসক দলীয় প্রভাব দেখিয়ে ঢাকা উত্তরাতে অবস্থিত কালের সংবাদ’র অফিস ভাংচুর করে যায়, সাথে কালের সংবাদ সম্পাদক’কেও ধরে মারধর করে। জানা গেছে, খালেকুজ্জামান ও খাইরুল দুই ব্যাক্তিই বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা। খালেকুজ্জামান (৩৮) ও খাইরুল ইসলাম (৪২) নামে এই দুই ব্যাক্তি এসে প্রথমে অফিসের সিসি টিভি ক্যামেরার মেইন তার খুলে অফিস ভাংচুর করে প্রমান লোপাট করার চেষ্টা করে। সন্ত্রাসী দলের একজন বলে আমি ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। এবং স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় এর ঘনিষ্ঠ বলে দাবি করেন। জানা গিয়েছে, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা, যাবার সময় ঐ সন্ত্রাসীরা কালের সংবাদ’র সম্পাদক, তার পরিবারসহ প্রধান বার্তা সম্পাদক’কে জীবন নাশের হুমকি দেয়। এছাড়াও ঐ নেতা বলেন, এ বিষয়ে মামলার আশ্রয় নিলে তোদের বিপদ হবে । "কালের সংবাদ" অন্য প্রতিষ্ঠান আর "খিরসীন গ্রুপ টেক্সটাইল" এর অফিস একই স্হানে হওয়ায় গুরুত্বপূর্ণ কিছু স্যাম্পল কাপড় নিয়ে যায় সন্তাসীরা। কালের সংবাদ’র সম্পাদক জনাব সৌহেল চৌধুরি জানান, আমি ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা সন্ত্রাসী হামলার কারণে চরম আতংকের মধ্যে দিন কাটছে এবঞ নিরাপত্তাহীনতায় ভুগছি। এছাড়াও, সম্পাদক সাহেব বাংলাদেশ আইনপ্রয়োগকারী সংস্হার নিকট জান মালের নিরাপত্তার দাবী জানান প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ।

Published on

17/08/2020 15:19

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: