শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ভারত রাশিয়ার সঙ্গে চিন প্রসঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে

অক্টোবরে রাশিয়ার বার্ষিক সম্মেলনে ভ্লাদিমির পুতিনের ভারতে আসার কথা

ভারত রাশিয়ার সঙ্গে চিন প্রসঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে
রাশিয়ার ভ্লাদিমির পুতিন


নিজস্ব সংবাদদাতাঃ পিছন থেকে ভারত-চিন উত্তাপ কমাতে সক্রিয় থেকেছে রাশিয়ার পুতিন সরকারও। গত দু’মাস ধরে ভারত রাশিয়ার সঙ্গে চিন প্রসঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। তারই জের ধরে গত দু’দিন রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী এবং ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পর পর বৈঠক করলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। অক্টোবরে ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলনে ভ্লাদিমির পুতিনের ভারতে আসার কথা।

এই প্রেক্ষাপটে গত দু’দিন রাশিয়ার নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন ভারতের বিদেশসচিব। দু’পক্ষের কৌশলগত এবং প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানো, পরিকাঠামো এবং শক্তিক্ষেত্রে বিনিয়োগ, চিনের সম্প্রসারণবাদ, চিন এবং আমেরিকার সংঘাতের পরিপ্রেক্ষিতে বহুপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানো, কোভিড মোকাবিলার মতো বিষয়গুলি নিয়ে দু’দেশের নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।

Published on

07/08/2020 15:41

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: