বুধবার, ২৬ আগস্ট, ২০২০

পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড ছিল স্বয়ং মাসুদ আজহার

শহিদ হয়েছিলেন ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪০ বীর জওয়ান

মাসুদ আজহার
মাসুদ আজহার

নিজস্ব সংবাদদাতাঃ গত ১৯৯৯ সালের কান্দাহার বিমান অপহরণ থেকে শুরু করে আবার ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলা। সেখানে শহিদ হয়েছিলেন ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪০ বীর জওয়ান। পাকিস্তানের বাহওয়ালপুরের "জয়েশ-ই-মহম্মদ" এর সুপ্রিমো মাসুদ আজহারের ভারত বিরোধী চক্রান্ত বার বার বিগত দিন থেকে করে এসছে। গত মঙ্গলবার জম্মু আদালতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সাড়ে ৩ হাজার পৃষ্ঠার চার্জশিট দিয়ে জানিয়ে দিল, পুলওয়ামা যে হামলা হয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল স্বয়ং মাসুদ আজহার। কিন্তু সে শুধু সে একা নয়, ভারতের উপর জঙ্গি হামলার ষড়যন্ত্রের সঙ্গে মোট ১৯ জন যুক্ত ছিল। বর্তমানে ভারতীয় নিরাপত্তাবাহিনী সাতজনকে বিগত এক বছর ধরে সংঘর্ষ ও অভিযানে খতম করেছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে সাতজন জঙ্গি ।  নিখোঁজ আছে এখনও এক পাকিস্তানি নাগরিক এবং একজন কাশ্মীরের যুবক। জানা গিয়েছে, তারা এখনও কাশ্মীরেই লুকিয়ে আছে।

Published on

26/08/2020 13:50

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: