শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

সবাই কিনতে পারবে, ২২৫ থেকে ২৫০ টাকার মধ্যে করোনা ভ্যাকসিন

সিরাম ইনস্টিটিউটের CEO আদার পুনাওয়ালার টুইট করে জানান, আর দুটো মাস ধৈর্য ধরে অপেক্ষা করুন ভারতবাসী

করোনা ভ্যাকসিন

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবারে সিরাম ইনস্টিটিউটের CEO আদার পুনাওয়ালার টুইট করে জানান, আর দুটো মাস ধৈর্য ধরে অপেক্ষা করুন ভারতবাসী। কিন্তু, ট্রায়ালের মাঝখানে এখনই ভ্যাকসিন নিয়ে অর্ধসত্য এবং ধৈর্যহীন প্রচার করা ঠিক নয়। ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়ালের ফলাফল নিয়ে ভিত্তিহীন জল্পনা ও চর্চা ক্ষতি করবে, এটা থেকে বিরত থাকুন।

আগত ৬০ দিনের মধ্যেই ভারত জুড়ে অক্সফোর্ডের তৈরি করা করোনা ভ্যাকসিন মানবদেহে চূড়ান্ত পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। ভারতের নিজস্ব তৈরি করা কোভিড প্রতিরোধে তিনটি ভ্যাকসিন এখন পরীক্ষার চূড়ান্ত স্তরে রয়েছে। আশা করা হচ্ছে, তার মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকাই দৌড়ে অনেকটা এগিয়ে। এই ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়াল একসঙ্গেই শুরু হয়েছে ভারতে। ব্রিটেনে ইতিমধ্যেই দ্বিগুণ প্রতিরোধী প্রবণতা দেখিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটের তৈরি করা এই করোনা টিকা। বিল গেটস ফাউন্ডেশনও এই ভ্যাকসিন তৈরিতে ১৫ কোটি ডলারের আর্থিক সহায়তা প্রদানের কথা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে ভারতে কোভিশিল্ড ভ্যাকসিনের দাম থাকবে সাধারণ মানুষের একদম হাতের নাগালে। সবাই কিনতে পারবে, ২২৫ থেকে ২৫০ টাকার মধ্যে।

Published on

28/08/2020 09:21

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: