রবিবার, ৯ আগস্ট, ২০২০

এই সৌরকলঙ্ক পৃথিবীর দিকেই ধেয়ে আসছে দাবি মার্কিন নাসার

যা বিশ্বের পক্ষে ক্ষতিকর একটি বার্তা

এই সৌরকলঙ্ক থিবীর দিকেই ধেয়ে আসছে দাবি মার্কিন নাসার
সৌরকলঙ্ক
নিজস্ব সংবাদঃ মহাকাশে ৫০ হাজার কিলোমিটারের দৈত্যাকার এই সৌরকলঙ্ক সৌরঝড়ের সৃষ্টি করতে পারে। এক দৈত্যাকার সৌরকলঙ্ক এআর টুভেনসেভেন জিরো পৃথিবীর দিকেই ধেয়ে আসছে। এমনটাই দাবি মার্কিন মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার। আর মহাশবন্যের বুকে সেই ঝড় থেকে একাধিস অগ্নি স্ফুলিঙ্গ উঠে আসতে পারে। যা বিশ্বের পক্ষে ক্ষতিকর একটি বার্তা। সূর্যের বাইরের অংশে কালো দাগকেই বলা হয় সৌর কলঙ্ক। সূর্যের মধ্যে তুলনামূলক ঠান্ডা এলাকা এগুলি। এতে বিভিন্ন ধরনের গ্যাস থাকে। এই গ্যাসগুলি বিদ্যুতিক কিছু উপাদান যুক্ত। এর দ্বারা চৌম্বকীয় শক্তি তৈরি হয়। আর এই কলঙ্কের নির্গমনে চৌম্বকীয় ক্ষেত্রে তোলপাড় তৈরি হয়। 


Published on

09/08/2020 18:01

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: