মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

ভারতের স্বাধীনতা দিবস দিন থেকেই জম্মু-কাশ্মীরে চালু হবে ৪জি পরিষেবা

আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ কিছু সুবিধা রদ করে ভারত সরকার

ভারতের স্বাধীনতা দিবস দিন থেকেই জম্মু-কাশ্মীরে চালু হবে ৪জি পরিষেবা
জম্মু-কাশ্মীর


নিজস্ব সংবাদদাতাঃ 
আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ কিছু সুবিধা রদ করে ভারত সরকার। ৩৭০ ধারা তুলে নিয়ে দু’‌টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয় রাজ্যটিকে। তখন থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। বলা হয়, নেট চালু থাকলে হিংসা ছড়াতে পারে। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, আর সেই দিন থেকেই জম্মুর একটি এবং কাশ্মীরের একটি জেলায় পরীক্ষামূলকভাবে চালু হবে ৪জি পরিষেবা। মঙ্গলবার সুপ্রিম কোর্টকে সেকথা জানিয়ে অনুমোদন দিল ভারত সরকার। যেসব এলাকায় জঙ্গি কার্যকলাপ কম, সেখানেই চালু হচ্ছে ৪জি পরিষেবা। দু’‌ মাস পর ফের পরিস্থিতি খতিয়ে দেখবে সরকার।

Published on

11/08/2020 20:10

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: