রবিবার, ৩০ আগস্ট, ২০২০

উহানে ধাপে ধাপে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা হচ্ছে

শুক্রবার থেকে উহানের প্রায় তিন হাজার চিনের শিক্ষাপ্রতিষ্ঠানকে পঠনপাঠনের জন্য খুলে দেওয়া হবে

উহানে  ১৮ মে’র পর একটিও করোনা সংক্রমণ ঘটেনি
 উহানে  ১৮ মে’র পর একটিও করোনা সংক্রমণ ঘটেনি

নিজস্ব সংবাদদাতাঃ লকডাউন তুলে নিয়ে গত এপ্রিল থেকে ধাপে ধাপে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা হচ্ছে চিনের উহানে, যেখানে জন্ম এই করোনার। আগামী মঙ্গলবার থেকে করোনার আঁতুড়ঘর বলে পরিচিত চিনের উহানের স্কুলগুলি খুলবে। জানা গিয়েছে, উহানে  ১৮ মে’র পর একটিও করোনা সংক্রমণ ঘটেনি। ফলস্বরুপ, শুক্রবার থেকে উহানের প্রায় তিন হাজার চিনের শিক্ষাপ্রতিষ্ঠানকে পঠনপাঠনের জন্য খুলে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

 Published on

30/08/2020 17:51

 Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: