বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ভারত সরকারের কাছে বিভিন্ন দাবি তুলেছেন রাজ্য সিপিএম

ভারত সরকারের কাছে বিভিন্ন দাবি তুলেছেন রাজ্য সিপিএম

রাজ্য সিপিএম
নিজস্ব সংবাদদাতাঃ ভারত সরকারের কাছে বিভিন্ন দাবি তুলেছেন রাজ্য সিপিএম। এই দাবির মধ্যে যা যা উল্লেখযোগ্য রয়েছে, তা হলো সরকারি সংস্থা গুলোকে বেসরকারিকরণ বন্ধ করা, জনস্বাস্থ্য খাতে বরাদ্ধ বৃদ্ধির মতো দাবি। সারা-দেশ জুড়ে মহামারী শুরু সময় থেকে দরিদ্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থ দেওয়ার দাবি তুলে এসেছে সিপিএম। এই দাবির সাথে আছে আরও ১৫ টা দাবি। আয়করের আওতার বাইরে থাকা প্রতিটি পরিবারকে ছয়মাস ন্যূনতম ৭৫০০ টাকা করে দেওয়া এবং কমপক্ষে ছয়মাস প্রতিটি পরিবারকে ১০ কেজি করে খাদ্যশস্য দেওয়া। সিপিএম-এর মূল দাবির মধ্যে রয়েছে, প্রতিরক্ষা, ব্যাঙ্ক, বিমার সঙ্গে যুক্ত সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ করা এবং পিএম কেয়ার্সের অর্থ রাজ্যগুলির মধ্যে বন্টন করা। আগামী ২০ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত সিপিএম প্রতিবাদ সপ্তাহ পালন করার কথা। সারা দেশের মধ্যে বিভিন্ন রাজ্যে জুড়ে শারীরিক দূরত্বের বিধি মেনে প্রতিবাদ সভা পালন করা হবে বলে সিপিএম-এর পক্ষ জানানো হয়েছে।

Published on

20/08/2020 18:33

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: