শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

পাকিস্তান ভারতকে আবার পরমাণু যুদ্ধের হুমকি দিল | টার্গেট অসম রাজ্য

যদি ভারত ‌পাকিস্তানকে আক্রমণ করে তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ থাকবেনা

মন্ত্রী শেখ রশিদ
 মন্ত্রী শেখ রশিদ

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান ভারতকে আবার পরমাণু যুদ্ধের হুমকি দিল। তাদের টার্গেট অসম রাজ্য! এদিন একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী শেখ রশিদ বলেছেন,  ভারতের উপর পরমাণু অস্ত্র হামলা করলে তাতে ভারতের মধ্যে থাকা কোনও মুসলিমের ক্ষতি হবেনা।

মন্ত্রী শেখ রশিদদের এও বলেছেন, ‘ যদি ভারত ‌পাকিস্তানকে আক্রমণ করে তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ থাকবেনা। একটা রক্তক্ষয়ী, পরমাণু যুদ্ধ হবে। পাকিস্তানের পরমাণুর লক্ষ্যমাত্রায় আছে ভারতের অসম রাজ্য। তাঁদের যুদ্ধ আহ্বানের ইচ্ছা না থাকলেও যদি যুদ্ধ করতেই হয় তাহলে সেটাই হবে শেষ যুদ্ধ। আমাদের যেসব পরমাণু বোমা আছে তা ভারতের অঞ্চলের উপর হামলা চালাবে কিন্তু মুসলিমদের প্রাণঘাতি ঘটবে নাহ।"‌ পাকিস্তান এই হুমকি নতুন কিছু নয় । বিগত বছরেও জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেবার পর ভারতের উপর পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছিলো পাকিস্তান। কিন্তু কথা হলো পরমাণু বোমা দিয়ে কোনও দেশের হামলা চালালে তাতে সেখানকার যেকোনও একটি ধর্মীয় সম্প্রদায় এর শুধু প্রাণরক্ষা হবে আর বাকিদের মৃত ঘটবে! এটা কী রকম হাস্যকর হুমকি!, পাকিস্তানের এই রকমের হাস্যকর হুমকিকে ইতিমধ্যে হাস্যকর হিসেবে নিয়েছে কূটনৈতিক মহল। 

Published on

21/08/2020 18:46

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: