বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ভারত সরকার সব রাজ্যকে নিয়ে একসাথে ভ্যাকসিন নেবে | আলাদা করে কোনো রাজ্য নয়

 রাশিয়ার ভ্যাকসিন সুফলও মিলেছে

করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া
করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ গত কালই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া। আবার সেই ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে স্বয়ং পুতিনের কন্যার উপর, সুফলও মিলেছে। তার পরেই আজ বৈঠকে বসেছিল ভ্যাকসিন নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি। আর তাতেই বেশ কিছু রাজ্য নিজেরাই রাশিয়ার সঙ্গে চুক্তি করে করোনার ভ্যাকসিন কেনার কথা ভাবছিল। তা জানতে পেরে আজ সেই পথ আটকে দিল ভারত সরকার। ভ্যাকসিন নিয়ে গঠিত ভারত সরকার -এর বিশেষজ্ঞ কমিটি আজ বৈঠকের শেষে জানিয়ে দিয়েছে, কোনও রাজ্যের আলাদা করে ভ্যাকসিন কেনার প্রয়োজন নেই। যা করবে তা ভারত সরকার সবাইকে মিলেই করবে। মাত্র আর তিন দিন বাকি ভারতের স্বাধীনতা দিবস আর দিল্লীর লালকেল্লা থেকে বক্তৃতা দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া যে টিকা আবিস্কার করেছে তা ভারতে ব্যবহার হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞদের যা মত, ওই টিকার মান, নিরাপত্তা ও কার্যকারিতার বিশেষ তথ্যের অভাব আছে। এই রকম ধরনের টিকা ব্যবহারের ঝুঁকি নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Published on

13/08/2020 11:22

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: