মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

এই সপ্তাহের আরও দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবেঃ আলিপুর আবহাওয়া দপ্তর

কোথাও কোথাও ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে

আরও দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি
আরও দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তর এমনই সতর্কবার্তা জারি করে এমনটাই জানালো, চলতি সপ্তাহেই আরও দু’দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং জেলা, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহারের কোথাও কোথাও ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে। এছাড়াও, আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ শুক্রবার এবং আগামিকাল শনিবার প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই পাহাড়ি নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজস্থান থেকে আগ্রা হয়ে হিমালয়ের পাদদেশ থেকে মণিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তার জেরে এই বৃষ্টি ক্রমশ বেড়ে চলেছে। এদিন কলকাতায় ভালই গরম মালুম হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। 

Published on
04/08/2020 12:25

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: