রবিবার, ৩০ আগস্ট, ২০২০

পুজোর আগেই সমস্ত পঞ্চায়েত ও পুর এলাকায় সব রাস্তাঘাট মেরামত করতে হবে: মুখ্যমন্ত্রী

প্রতিটি জোনের দায়িত্বপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তসচিব নবীন প্রকাশ

মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ সাধারণ মানুষের দুর্ভোগ মেটাতে এ রাজ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, পুজোর আগেই সমস্ত পঞ্চায়েত ও পুর এলাকায় সব রাস্তাঘাট মেরামত করতে হবে। সেটা নতুন হোক অথবা মেরামত। লকডাউন পরিস্থিতিতেও রাজ্যের আর্থিক সঙ্কট থাকলেও অর্থের অভাব হবে না রাস্তা মেম্রামতের ক্ষেত্রে।সামনের সপ্তাহে জেলার প্রতিটি জোনের দায়িত্বপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তসচিব নবীন প্রকাশ। সমীক্ষার রিপোর্ট হাতে আসার পর কাজ শুরু হবে। শেষ করতে হবে পুজোর মধ্যেই। এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রীর।এখন রাজ্যের অলি-গলির প্রায় প্রতিটি রাস্তাই সিমেন্ট কিংবা পিচের হয়ে গেছে।

পশ্চিমবঙ্গে ১২৫টি পুরসভা এবং ৬টি কর্পোরেশন রয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব শীঘ্রই পুরসভা এলাকায় রাস্তা-ঘাট ঠিক করার কাজ শুরু হবে।’

Published on

30/08/2020 11:19

Published By: BIPRADIP DAS

 



Share This

0 Comments: