মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

বাংলাদেশ থেকে অবশেষে নদীপথে পণ্য আসবে ভারতের ত্রিপুরা রাজ্যে

এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত স্বাক্ষী

নদীপথে পণ্য আসবে ভারতের ত্রিপুরা রাজ্যে
নদীপথে পণ্য আসবে ভারতের ত্রিপুরা রাজ্যে

নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ থেকে অবশেষে নদীপথে পণ্য আসবে ভারতের ত্রিপুরা রাজ্যে। বাংলাদেশ এর নৌ পরিবহণ কর্তৃপক্ষ ভারতের ত্রিপুরা রাজ্যে পরীক্ষামূলক পণ্য রফতানির করার অনুমতি দিয়েছেন। ফলস্বরুপ, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই নদীপথে দাউদকান্দি থেকে সোনামুড়ায় পণ্য আসবে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন। 

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুইটারে বলেন, এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত স্বাক্ষী। ভারত-বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলক যাত্রায় বার্জে  ৫০ মেট্রিক টন সিমেন্ট ঢাকা থেকে সোনামুড়ায় পৌছাবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এই প্রথমবার জলপথে পণ্য ত্রিপুরা রাজ্য পর্যন্ত আসছে। কুমিল্লার দাউদকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া পর্যন্ত গোমতী নদী দিয়ে পণ্য আনার জন্য বাংলাদেশ সরকার(হাসিনা সরকার) অনুমতি দিয়েছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় জাহাজমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে ধন্যবাদ জানিয়েছেন । ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব  বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Published on
25/08/2020 11:26
Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: