শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

বাংলাদেশের বাঞ্ছারামপুরে ভাই-বোন হত্যাকারী মামা বাদল মিয়ার গ্রেফতার

বাদল মিয়াকে ঢাকা থেকে গতকাল গ্রেফতার করে বাঞ্ছারামপুর মডেল থানায় আনার পর আজ ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়

বাঞ্ছারামপুর থানা (বাংলাদেশ)

জহিরুল ইসলাম (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের আপন ভাই-বোন হত্যাকান্ডের আসামী মামা বাদল মিয়াকে ঢাকা থেকে গতকাল গ্রেফতার করে বাঞ্ছারামপুর মডেল থানায় আনার পর আজ ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। বাদল মিয়া তার আপন ভাগিনা-ভাগনির হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বাবা সৌদি প্রবাসী কামাল মিয়া বাদী হয়ে গতকাল বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাদল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার খোদাদাউদপুর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে। সে মূলত দুলাভাই কামাল মিয়ার পাওনা টাকাকে কেন্দ্র করে বোন-দুলাভাইয়ের অনুপস্থিতিতে গত সোমবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে ছলিমাবাদস্থ বাড়িতে প্রথমে পঞ্চম শ্রেণীর ছাত্র ভাগিনা কামরুল হাসান (১০) এবং পরে ভাগিনী অষ্টম শ্রেণীর ছাত্রী শিফা আক্তারকে (১৪) খুন করে খাটের নিচে লুকিয়ে রাখে। ঐদিন রাতে খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রাজু আহম্মেদ মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Published on
28/08/2020 19:32
Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: