বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

জয়শ্রী ইনস্যুলেটর কারখানায় ঠিকাশ্রমিকদের বিক্ষোভ অবস্থান

কারখানার এক আধিকারিক ঠিকাশ্রমিকদের হাতে ঘেরাও হলেন

জয়শ্রী ইনস্যুলেটর কারখানা

নিজস্ব সংবাদদাতাঃ হুগলির রিষড়ায় অবস্থিত "জয়শ্রী ইনস্যুলেটর কারখানায়" এই কারখানায় বৈদ্যুতিক সরঞ্জাম তৈরি হয় আর এই কারখানাতেই নতুন কোনও চুক্তি করা হচ্ছে না তাই কারখানার ক্ষিপ্ত ঠিকাশ্রমিকদের বিক্ষোভ দেখালেন। কারখানার এক আধিকারিক ঠিকাশ্রমিকদের হাতে ঘেরাও হলেন।কারখানা সূত্রের খবর, এখানে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। তার মধ্যে কিছু চুক্তিভিত্তিক শ্রমিক এবং ঠিকাশ্রমিক দেড় হাজারের উপরে। 

ঠিকাশ্রমিকদের একাংশের অভিযোগ, বেশ কিছু দিন ধরেই অল্প সংখ্যক শ্রমিককে কাজে নেওয়া হয়। তাতেও মূলত দু’-এক জন বাছাই করা ঠিকাদারের শ্রমিকদের প্রাধান্য দেওয়া হয়। ফলে, অন্যরা নিয়মিত কাজ পান না। এই নিয়ে ঠিকাশ্রমিকদের মধ্যে অসন্তোষ জমতে থাকে।গত মঙ্গলবারও সকালে ঠিকাশ্রমিকরা কাজের হবে বলে সেই আশায় কারখানার সামনে এসেছিলেন। কিন্তু, ঠিকাদারের লোক আসতে দেরি হওয়ায় সবাই হুড়মুড়িয়ে ভাবে কারখানায় ঢুকে পড়ে। কারখানার থাকা নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও তাঁদের আটকাতে পারেননি। 

Published on

27/08/2020 10:14

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: