শনিবার, ৮ আগস্ট, ২০২০

কর্তব্যরত পুলিশের বুকে প্রথমে রাশেদ পিস্তল তাক করার পাশ থেকে এক পুলিশ তাঁকে গুলি করেন

অবসরপ্রাপ্ত সেনা অফিসার সিনহা রাশেদ
অবসরপ্রাপ্ত সেনা অফিসার সিনহা রাশেদ


নিজস্ব সংবাদঃ গত কিছুদিন আগে বাংলাদেশের কক্সবাজারে পুলিশের গুলিতে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজরের মৃত্যুকে কেন্দ্র করে হাসিনা সরকার-কে ফেলে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন শাসক দল আওয়ামি লিগের সাধারণ সম্পাদক তথা সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের। তবে তাঁর দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনভিত্তি এত দৃঢ় যে, এই চক্রান্ত সফল হবে না। আওয়ামি লিগের সাধারণ সম্পাদক জানান, দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। ২১ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।

গত শুক্রবার টেকনাফ থেকে কক্সবাজারের দিকে আসার সময়ে একটি চেক পোস্টে পুলিশের গুলিতে মারা যান অবসরপ্রাপ্ত সেনা অফিসার সিনহা রাশেদ। পুলিশের দাবি, তল্লাশির জন্য তাঁর গাড়ি থামানো হলে সেনা-পোশাক পরা অবসরপ্রাপ্ত সেনা অফিসার  রাশেদ নিজেকে সেনা সদস্য বলে পরিচয় দিয়ে বাধা দিতে থাকেন। কর্তব্যরত পুলিশের বুকে রাশেদ আবার পিস্তল তাক করলে পাশ থেকে অন্য এক পুলিশ তাঁকে গুলি করেন। পুলিশের দাবি, রাশেদের গাড়ি থেকে বহু মাদক ও একটি পিস্তল মিলেছে। কিন্তু রাশেদের পরিবার অভিযোগ পুরো উল্টো করে বলে, সাজানো সংঘর্ষে তাঁকে খুন করেছে পুলিশ। বুধবার যৌথ সাংবাদিক বৈঠক করে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশের আইজি বেনজির আহমেদ জানান, দুই বাহিনীর মধ্যে কোনও ভুল হয়নি। রাশেদের ঘটনাটি পুরো বিচ্ছিন্ন। তবে, বাংলাদেশের গোয়েন্দাদের দাবি, এই ঘটনা নিয়ে বাংলাদেশের ইউটিউব এবং ফেসবুকে একটি মহল সেনা ও সরকারের বিরুদ্ধে ঢালাও অপপ্রচারে নামায় মনে হচ্ছে। 

Published on

08/08/2020 12:41

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: