শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

করোনা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট মহরমের শোভাযাত্রায় অনুমতি দিতে রাজি হল না

এই শোভাযাত্রার অনুমতি দিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট 
নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে করোনা পরিস্থিতিতে যা অবস্থা তাতে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট মহরমের শোভাযাত্রায় অনুমতি দিতে রাজি হল না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, আমরা সারা ভারত জুড়ে এই শোভাযাত্রার অনুমতি দিলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। উত্তরপ্রদেশের বাসিন্দা সইদ কলবি জাওয়াদ মহরমের আসন্ন শোভাযাত্রায় অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন। জুন মাসে সুপ্রিম কোর্ট শেষ মুহূর্তে পুরীর রথযাত্রায় অনুমতি দিয়েছিল প্রথমে দিতে চায়নি। সেই নির্দেশের উদাহরণ নিয়েই  উত্তরপ্রদেশের বাসিন্দা সইদ কলবি জাওয়াদ  দেশজুড়ে মহরমের শোভাযাত্রার জন্য অনুমতি চান। শুনানিতে সুপ্রিম কোর্ট -এর প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, আপনি পুরীর জগন্নাথের রথযাত্রার উদাহরন যে টেনেছেন, কিন্তু সেটিতে শুধুমাত্র একটি জায়গায় মধ্যে একটিমাত্র রুটে সীমাবদ্ধ ছিল শোভাযাত্রা।সেই রথের শোভাযাত্রাতে ঝুঁকির মাত্রা কতটা থাকবে, তা খতিয়ে দেখে নির্দেশ দিয়েছিলো সুপ্রিম কোর্ট । কিন্তু আপনার দাবি হিসেবে সমস্যা হল, আপনি সারা ভারতের জন্য সামগ্রিক একটি নির্দেশ জারি করার আবেদন জানিয়েছেন আপনি। 

আমরা একই সাথে সব মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আপনি যদি সুনির্দিষ্ট স্থানে শোভাযাত্রার জন্য আবেদন জানাতেন!, আমরা তাহলে আমরা ঝুঁকির পরিমাণ খতিয়ে দেখবো।

Published on

28/08/2020 19:12

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: