মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

রাষ্ট্রায়ত্ত সংস্থা "বামার লরি" কলকাতায় তাদের একটি ইউনিট বন্ধ করে দিচ্ছে

এই ইউনিটটি আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ

"বামার লরি"
 "বামার লরি" 

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা "বামার লরি" কলকাতায় তাদের একটি ইউনিট বন্ধ করে দিচ্ছে। এই ইউনিটটি পেট্রলিয়াম দ্রব্যের প্যাকেজিং সামগ্রী তৈরি করতোঁ কিন্তু এদিন এই ইউনিটটি আগামী ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা "বামার লরি" অত্যাধুনিক এই কারখানায় এখন পর্যন্ত স্থায়ী-অস্থায়ী সব মিলিয়ে ৭৫ জন কর্মী আছে। সেপ্টেম্বর থেকে কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী  তাঁরা কর্মচ্যুত হতে চলেছেন।


"বামার লরি" সংস্থার অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট সুব্রত দেব সহ কর্তৃপক্ষের পক্ষ দিয়ে কয়েকজন কর্মকর্তার সঙ্গে বামফ্রন্ট শ্রমিক শরিক দল সিটু সমর্থিত কর্মচারী সংগঠনের বারবার বৈঠক হয়। তারা পরে লিখিতভাবে সুব্রতবাবু বিষয়টি বিস্তারিত জানান সংগঠনের নেতৃত্বকে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন, গত ১১ বছর ধরে বিশাল অঙ্কের লোকসানের দরুণ এই ইউনিট বন্ধ করতে বাধ্য হচ্ছে "বামার লরি" সংস্থা। সংস্থার অন্য কিছু পণ্য উৎপাদনকারী ইউনিটটি এখন চালু থাকছে।

Published on

25/08/2020 17:54

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: