শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

লকডাউনের এর কারণে পাকিস্তানে গিয়ে আটকে পড়েছেন অনেক মানুষ

একই ভাবে পাকিস্তানের অনেক মানুষ ভারতেও এসে আর ফিরতে পারেননি

আটকে পড়েছেন অনেক মানুষ
আটকে পড়েছেন অনেক মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ করোনাভাইরাস ও লকডাউনের এর কারণে পাকিস্তানে গিয়ে আটকে পড়েছেন অনেক মানুষ। জনতা মালি রাজস্থানের যোধপুরের বাসিন্দা লীলারাম মালিকে বিয়ে করে নির্দিষ্ট গোত্রের ভিসা নিয়ে অনেকদিন ধরেই ভারতে আছেন। এরা পাকিস্তানের নাগরিক। নির্দিষ্ট এক সময় ধরে এদেশে থাকার পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন তারা। করোনার জন্য নাগরিকত্ব পাওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে জনতা মালির মতো অনেকের। পাকিস্তানে তারা আটকে পড়ায় তাঁদের ভারতে থাকার মেয়াদে ছেদ হয়েছে। বিষয়টিতে তাই এ বার কেন্দ্র ও রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল রাজস্থান হাইকোর্ট।

একই ভাবে পাকিস্তানের অনেক মানুষ ভারতেও এসে আর ফিরতে পারেননি। গত জুনের শেষের দিকে ভারত ও পাকিস্তানের নাগরিকদের ফেরাতে উদ্যোগী হয় ভারত সরকার ও পাকিস্তান সরকার। ভারতীয় নাগরিক্ত্ব হওয়ায় লীলারাম মালি ও তাঁর তিন সন্তান দেশে ফিরতে পেরেছেন। কিন্তু তাঁর স্ত্রী জনতা মালি এখনও পাকিস্তানে আটকে পড়ে আছেন। 

Published on

21/08/2020 15:57

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: