সোমবার, ২৪ আগস্ট, ২০২০

চিনা আগ্রাসন রুখতে লাদাখে সেনা অভিযানে নামবে ভারতীয় সেনা

কূটনৈতিক আলোচনা যদি ব্যর্থ হয়, তা হলে ভারত সরকার সেনা অভিযানকে এক বিকল্প পথ হিসেবেই নেবে

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অফিসার বিপিন রাওয়ত
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অফিসার বিপিন রাওয়ত

নিজস্ব সংবাদদাতাঃ গালওয়ান উপতক্যা থেকেই শুরু হয়েছিলো সমস্যা। আর সেই সমস্যা রুখতে এবং চিনা আগ্রাসন ঠেকাতে লাদাখে প্রয়োজনে সেনা অভিযান চালাবে ভারত সরকার।  ভারত সরকার সেনাকে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে। গত রবিবার ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অফিসার বিপিন রাওয়ত এমনই হুঁশিয়ারি দিলেন।

দেশের এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চিফ অব ডিফেন্স স্টাফ রাওয়ত বলেন, “শান্তিপূর্ণ ভাবে বিষয়টা মিটিয়ে নেওয়া চেষ্টা করছে ভারত সরকার"। তবে দু’দেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক আলোচনা যদি ব্যর্থ হয়, তা হলে ভারত সরকার সেনা অভিযানকে এক বিকল্প পথ হিসেবেই নেবে।” 

এছাড়াও বলেন, যদি সীমান্ত সংক্রান্ত কোনও প্রোটোকল চিন সরকার অমান্য করে তা হলে কিন্তু ভারতীয় সেনার কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যার ভয়াবহ রুপ বিশ্ব আগে দেখেছে। অন্য দিকে, এও জানিয়েছে চিন সরকারের "পিপলস লিবারেশন আর্মি" যে ভাবে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করছে তা আমরা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেব।

Published on

24/08/2020 21:22

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: