বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

NEET ও JEE নিয়ে সাংসদ নুসরত জাহান রাজ্যপালকে আক্রমন

 দয়া করে এবার দেশের পড়ুয়াদের জন্য মুখ খুলুন

সাংসদ নুসরত জাহান
সাংসদ নুসরত জাহান

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের সর্বভারতীয় ক্ষেত্রে জয়েন্ট(JEE) এবং মেডিকেল এন্ট্রেন্স পরীক্ষা নিয়ে যখন রাজনৈতিক  তুঙ্গে তখন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান টুইটে বলেন, 'NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারে বড়সড় ভুল সিদ্ধান্তে আপনার নিস্তব্ধতায় আমি সত্যিই হতবাক ধনকড়জি! দয়া করে এবার দেশের পড়ুয়াদের জন্য মুখ খুলুন, এই অতিমারী আবহে যারা সত্যিই প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।' 

একাধিক অবিজেপি শাসিত রাজ্য পরীক্ষা বন্ধের দাবি জানিয়েছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন NEET ও JEE পরীক্ষা বন্ধের দাবি জানিয়ে। 

Published on

27/08/2020 21:23

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: