শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩৭ হাজার ছাত্রছাত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩৭ হাজার ছাত্রছাত্রী
পরীক্ষার্থীদের জল্পনার অবসান ঘটান মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা রয়েছে। দুশ্চিন্তা বেড়েছিল পড়ুয়া এবং অভিভাবকদের। সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো, দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনা এদিন দুপুরেই পরীক্ষার্থীদের জল্পনার অবসান ঘটান মুখ্যমন্ত্রী। আগামীকাল রাজ্যজুড়ে কমপ্লিট লকডাউন হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ঘোষণা করলেন। নিজেই টুইট করে জানিয়ে দেন, ‘সরকার আগেই ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউনের কথা ঘোষণা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩৭ হাজার ছাত্রছাত্রী।

নিট উপলক্ষে আগামী রবিবার থেকেই কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা। কলকাতা ও ইস্ট-ওয়েস্ট—দুই মেট্রো পরিষেবাই মিলবে সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। এর আগে নিটের দিন সকাল ১১টা থেকে মেট্রো চালুর কথা বলা হয়েছিল।

Published on
11/09/2020 12:09
Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: