সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

আগামী ডিসেম্বর মাস থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ শুরুঃ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আগামী ডিসেম্বর মাস থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষাবর্ষ শুরু
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২ নভেম্বর থেকেই ক্লাস শুরুর চিন্তাভাবনা চলছিল, কিন্তু সেই চিন্তায় জল ঢেলে, আগামী রবিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, জানা গিয়েছে, শিক্ষামন্ত্রী বলেন, দুর্গাপুজো জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এছাড়া কালীপুজো, ছটপুজো, মুসলিমদের পরবও রয়েছে। তাই নভেম্বর থেকে শিক্ষাবর্ষ শুরু করা সম্ভব নয় তাই আগামী ডিসেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হতে চলেছে রাজ্য সরকার। তারপরেই শিক্ষাবর্ষ ডিসেম্বর থেকে শুরুর ভাবনাচিন্তা করা হয়। ইউজিসির নির্দেশ আংশিকভাবে মেনে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়াশোনা ডিসেম্বর থেকে শুরু করা হবে। এছাড়াও, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেলেও ভালোভাবে স্যানিটাইজ না করে কলেজ ছাত্রছাত্রীদের ক্লাস করানো যাবে না। 

Published on

28/09/2020 07:53

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: