বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

ভারত চীনকে উচিত শিক্ষা দিতে রাফাল নিয়ে প্রস্তুত সীমান্তে

ভারতীয় রাফাল সীমান্তে প্রস্তুত
ভারতীয় রাফাল সীমান্তে প্রস্তুত


নিজস্ব সংবাদদাতাঃ গত মঙ্গলবার থেকেই চীন-লাদাখ সীমান্ত, ভারতের অরুণাচল প্রদেশ এবং সিকিমে হঠাৎ করে সেনা তৎপরতা দেখা যায়। ভারত ও চীনের সেনার মধ্যে এই মুহূর্তে দূরত্ব মাত্র ২৫০ মিটার মধ্যে। যেভাবে সীমান্তে দু’পক্ষই বিপুল সেনা, রসদ ও ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট আনছে, তাতে বোঝা যাচ্ছে আগামীতে যুদ্ধ পরিস্থিতি। আবার ৪৫ বছর পর চীন-ভারত সীমান্তে হয়েছে গুলিবর্ষণ। এটাই ছিল সূত্রপাত প্রথম চীন-ভারত ঝামেলার। তারপরই চিন এবং ভারত চরম আগ্রাসী মনোভাব নিয়ে বিপুল সংখ্যায় সেনা মুভমেন্ট এবং ফাইটার জেটের লাগাতার উড়ান বাড়িয়ে দিয়েছে সীমান্তে। গত বুধবার চীন তিব্বতের হোটন এয়ারবেস থেকে দিনভর "জে-২০ ফিফথ" জেনারেশন যুদ্ধবিমান উড়িয়েছে সারাদিন। তার পাল্টা উচিত জবাব দিয়েছে ভারতীয় সেনারা।

Published on

10/09/2020 10:20

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: