বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আধার পরিষেবা আবার চালু হচ্ছে, যে জায়গাগুলিতে আধার পরিষেবা দেওয়া হয়

আধার পরিষেবা আবার চালু হচ্ছে
আধার কার্ড 

নিজস্ব সংবাদদাতাঃ করোনার সংক্রমণ শুরুর সময়ই এরাজ্যে আধার পরিষেবা বন্ধ করে দেয় রাজ্য সরকার। গত মার্চ থেকেই তা বন্ধ হয়, আবার আধার পরিষেবা আবার চালু হচ্ছে। তবে তা হবে শুধুমাত্র আধার সেবাকেন্দ্র এবং ভারতীয় ডাক বিভাগে। আগামীকাল শুক্রবার থেকে ১১১৬টি ডাকঘরে চালু হচ্ছে। বাকি যে জায়গাগুলিতে আধার পরিষেবা দেওয়া হয়, সেখানে এখনই তা চালু হওয়ার সরকারি নির্দেশ নেই।নতুন আধার কার্ডের জন্য আবেদন নেওয়া, কার্ড করানো বা তার ডেলিভারি বন্ধ থাকে। জানা গিয়েছে, ইউনিক আইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়ার অধীন আধার সেবা কেন্দ্রগুলিতে এই পরিষেবা মিলবে।

Published on

24/09/2020 12:57

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: