বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

চীন ভারতীয় স্যাটেলাইটে সাইবার হামলার নীল নকশা করেছিল

চীন ভারতীয় স্যাটেলাইটে সাইবার হামলার নীল নকশা করেছিল
ভারতীয় স্যাটেলাইট

নিজস্ব সংবাদদাতাঃ চীন সরকার ভারতকে বার বার বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে,কখনও লাদাখ সীমান্ত নিয়ে, কখনও আকাশ পথ!, কখনও জল পথ! মার্কিন এক সংস্থার রিপোর্টে জানা গিয়েছে, মহা-আকাশেও যে তারা ভারতকে টার্গেট করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী, জি জিনপিংয়ের দেশ ২০১৭ সালে ভারতীয় স্যাটেলাইটে সাইবার হানা চালিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করার নীল নকশা করেছিল। কিন্তু, তা পুরো ভেস্তে যায়, লাভ কিছুই হয়নি। ইসরোর চেয়ারম্যানঃ "কে শিবান" সরাসরি এই ধরনের কোনও হামলার নিয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি বলেন, মহাকাশ গবেষণা কেন্দ্রে সবসময় সাইবার হামলার সম্ভাবনা থাকে। ভারত তার ব্যতিক্রম নয়। 

তবে ভারতের সম্পূর্ণ নিজস্ব স্বনিয়ন্ত্রিত নেটওয়ার্ক রয়েছে। তা কোনও পাবলিক ডোমেনের সঙ্গে সংযোগ নেই। এমনকী, ইন্টারনেটের সাথেও নয়। এর ফলে আমাদের সিস্টেম সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত আছে।

Published on

24/09/2020 13:11

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: