মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

সিপিআই (এমএল) লিবারেশন দল সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে রোখার হুমকি

সিপিআই (এমএল) লিবারেশন দল সাংসদ চট্টোপাধ্যায়কে রোখার হুমকি
সাংসদ লকেট চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতায় নেমে সিপিআই (এমএল) লিবারেশন হুগলিতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে রোখার হুমকি দিল। সিপিআই (এমএল) লিবারেশন দল সাংসদ লকেট জেলায় কোনও কর্মসূচিতে গেলেই তাঁকে কালো পতাকা দেখিয়ে, কুশপুতুল দাহ করে অবরুদ্ধ করে রাখার পরিকল্পনা করেছে। সিপিআই (এমএল) এর দলের রাজ্য নেতা সজল অধিকারী বলেন, ‘‘চাষিকে ভাতে মারার কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল আমরা মানি না। বহুজাতিক সংস্থাগুলিকে মুনাফা লোটার সুযোগ করে দেওয়া হচ্ছে। এর ফলে এ রাজ্যে কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা ভেঙে পড়বে। বাজার, কিসান মান্ডির কোনও ভূমিকা থাকবে না। হুগলির সাংসদ জেলায় ঢুকলেই আমরা তাঁকে অবরুদ্ধ করে দেব। যতদিন না নয়া বিল প্রত্যাহার করা হয়, আমাদের আন্দোলন চলবে।’’ 

সাংসদ লকেট অবশ্য এই হুঁশিয়ারিতে গুরুত্ব দিচ্ছেন না। তাঁর দাবি, ‘‘তৃণমূল, সিপিএম, লিবারেশনের মতো দলগুলো কৃষিক্ষেত্রে দালাল আর ফড়েদের রাজত্ব বজায় রাখতে মরিয়া। কারণ ওরাই তো নেতাদের পকেট ভরায়। লিবারেশন তো ও সব বলবেই। 

Published on

22/09/2020 17:59

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: