রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ কেশবপুরে বিলুপ্ত প্রায় হনুমানের জন্য ফলজ গাছের কলমের চারা রোপণ

কেশবপুরে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত শ্যামল অধিকারী এই মানবিক কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেন

হনুমানের জন্য ফলজ গাছের কলমের চারা রোপণ
হনুমানের জন্য ফলজ গাছের কলমের চারা রোপণ


মোহাম্মদ কাওছার হোসেন, কেশবপুর,যশোর-বাংলাদেশ: কেশবপুরে শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে নবচেতনা সামাজিক সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন যশোর এবং যশোর সরকারি এম.এম. কলেজ বাংলা বিভাগ ১৯৯৯-২০০০ শিক্ষা বর্ষের প্রাক্তন ছাত্রদের উদ্দোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা চত্বরে বিলুপ্ত প্রায় হনুমানের জন্য কিছু ফলজ গাছের কলমের চারা রোপণ করা হয়।

জানা গেছে, চারা রোপণের সময় উপস্থিত ছিলেন নবচেতনা সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির, প্রতিষ্ঠাতা  পরিচালক তুষার চক্রবর্তী, দপ্তর সম্পাদক জামির, ভলেনটিয়ার টিম লিডার মোঃ সোহাগ হোসেন, মাষ্টার শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, আবাসিক  মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদুর রহমান, ডাঃ সমরেশ দত্ত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ (ঢা.ম.উ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ নেতা কাওছার হোসেন রুবেল, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, কনস্টেবল ইসমাইল, সালাউদ্দিন, এরফান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.আর.সাঈদ, কেশবপুর ফটো জার্নালিস্টস সভাপতি জাকির হোসেন সবুজ প্রমুখ।উল্লেখ্য, কেশবপুরে একটি ঔষধ কোম্পানীতে কর্মরত শ্যামল অধিকারী এই মানবিক কাজে সার্বিক ভাবে সহযোগিতা করেন।

Published on

06/09/2020 18:25

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: