মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

খুলনা পিসিআর ল্যাবে ১দিনে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে

 ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৪০জন

খুলনা পিসিআর ল্যাবে ১দিনে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে
করোনা ভাইরাস 

মো. আসাদুজ্জামান, দিঘলীয়া উপজেলা,বাংলাদেশ: খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল রোববার ২৮২টি নমুনা পরীক্ষার পর ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৩১জন, বাগেরহাটের পাঁচজন, সাতক্ষীরার পাঁচজন, যশোরের দু’জন, নড়াইলের একজন, পিরোজপুরের দু’জন এবং ঝিনাইদহের একজন রয়েছেন।খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।এদিকে, খুলনা বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা: রাশেদা সুলতানা বলেছেন, গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ১৮ হাজার ৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৪০জন।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হন খুলনায়। মহানগরীসহ এ জেলায় এ পর্যন্ত আক্রান্ত হন পাঁচ হাজার ৯০৮জন। আর সবচেয়ে কম আক্রান্ত হয়েছেন মেহেরপুরে অর্থাৎ ৫৫৬জন।

Published on

08/09/2020 09:52

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: