মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

দুই বাংলা খ্যাত বিপ্রদ্বীপ দাস নবীন সমাজের নবীন উদ্যেক্তা

আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস
 আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস

নিজস্ব সংবাদদাতাঃ দুই বাংলা খ্যাত বিপ্রদ্বীপ দাস ২৩ বছর বয়স হলেও তারুণ্যের জোয়ারের নবীন সমাজের নবীন উদ্যেক্তা, মোবাইল রিপেয়ারিং ট্রেনিং এবং SEO ট্রেনিং জীবনের একমাত্র লক্ষ্য থেকে নেশা আর পেশা, হুগলী জেলার ত্রিবেণীর বুকে গড়ে তুলেছেন Telecom Care Pvt. Ltd. (Institute) যেখানে বিভিন্ন দেশ-বেদেশ থেকে আসা ছাত্র-ছাত্রীদের অনলাইন এবং অফলাইনের মাধ্যেমে ট্রেনিং দেওয়া হয়, নবীন উদ্যেক্তার পাশাপাশী তিনি একজন সাংবাদিক, এবং কবি, দুই বাংলাতেই তার প্রথম দুটি কবিতা প্রকাশিত হয়, এক, "অমর সিরাজ", দুই, "লুৎফার ভালোবাসার প্রতি সিরাজ"। বর্তমানে, তিনি বাংলাদেশের ঢাকা থেকে প্রকাশিত "কালের সংবাদ" পত্রিকার আন্তর্জাতিক সংবাদদাতা, এবং Telecom Care Pvt. Ltd. এর পক্ষ থেকে একটি মিডিয়া হাউস চালাচ্ছেন, এছাড়াও, আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন  বিপ্রদ্বীপ দাস বাংলাদেশের আরও একটি "দেশান্তর.কম" -এর আন্তর্জাতিক সাংবাদিক, মোবাইল রিপেয়ারিং ট্রেনিং নিয়েই বিপ্রদ্বিপ দাসের প্রথম পথ চলা। আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস দুই বাংলার সমস্ত ছাত্র/ছাত্রীদের উদেশ্যে একটিই স্লোগান দিয়েছেনঃ "নিজেকে আপডেট নয় আপগ্রেড করুন, আপডেট তো ব্যাঙ্কের পাশবুকটাও হয় কিন্তু আপগ্রেড?" ২০১৮ সালে প্রথম টেলিকম কেয়ার স্থাপিত হয় তারপর ২০২০ সালে প্রোপাইটার সংস্থা থেকে প্রাইভেট লিমিটেড সংস্থাতে -এর পরিবর্তন হয়। 

Published on

08/09/2020 09:23


Share This

0 Comments: