মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শেষ হলো

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১৯ সালে ভারতরত্নে ভূষিত হন

ভারতের বর্তমান রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে। মস্তিষ্কে অস্ত্রোপচার এর পাশাপাশি করোনার আক্রান্ত হয়েছিল আর তাতেই ভারতীয় রাজনীতিতে এক অধ্যায়ের অবসান ঘটলো। প্রাক্তন রাষ্ট্রপতির মৃতদেহ ১০ নম্বর রাজাজি মার্গে প্রণববাবুর সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রাক্তন রাষ্ট্রপতি যেহুতু কোভিড আক্রান্ত হয়েছিলেন। তাই স্বাস্থ্য বিধি মেনেই মৃতদেহ বহনের ভ্যানেই তাঁকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে। গান ক্যারেজে নয় আর। দেহ লোদি রোড শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন। ২০১৯ সালে ভারতরত্নে ভূষিত হন।

Published on
01/09/2020 18:38

Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: