রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

ইজরায়েল ও ভারত যৌথ সহযোগিতার গড়ে তুলবে উচ্চ প্রযুক্তির অস্ত্র ভাণ্ডার

ইজরায়েল ও ভারত যৌথ সহযোগিতার গড়ে তুলবে উচ্চ প্রযুক্তির অস্ত্র ভাণ্ডার
উচ্চ প্রযুক্তির অস্ত্র 
নিজস্ব প্রতিনিধিঃ গত দু’দশক ধরে ইজরায়েল দেশ থেকে বিপুল অস্ত্র কিনছে ভারত সরকার ,এখন ভারত ও ইজরায়েল দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতার গড়ে উঠবে উচ্চ প্রযুক্তির অস্ত্র ভাণ্ডার। শুধু তাই নয়, যৌথভাবে গড়ে তোলা এইসব অত্যাধুনিক যুদ্ধাস্ত্র রপ্তানিও হবে ভিন দেশে। ক্ষেপণাস্ত্র, সেন্সর, সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রের বিভিন্ন সাব-সিস্টেম গড়ে তোলার নিরিখে ইজরায়েল বিশ্ব সেরা। তবে শুধুমাত্র বন্ধু দেশগুলিই পাবে ভারত ও ইজরায়েলের উৎপাদিত অস্ত্র। প্রতি বছর ইজরায়েল থেকে গড়ে প্রায় ১০০ কোটি ডলারের অস্ত্র আসে। শুক্রবার প্রবীণ এক সরকারি কর্তা বলেন, এখন ভারতের প্রতিরক্ষা শিল্পও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। ফলে এখন সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে অস্ত্রের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করছে দুই দেশই। 

দুই দেশের মধ্যে যৌথ প্রকল্পের প্রসারে বৃহস্পতিবার তৈরি হয়েছে একটি সাব- ওয়ার্কিং গ্রুপ (এসডব্লুজি)। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ভারত ও ইজরায়েলের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের অধীনে কাজ করবে এই নয়া সাব-ওয়ার্কিং গ্রুপ। নেতৃত্বে থাকছেন দুই দেশের প্রতিরক্ষা সচিব।

Published on

27/09/2020 10:17

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: