মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

ব্যাপক হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয়ে যায় কৃষি সংক্রান্ত দু’টি বিল

ব্যাপক হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয়ে যায় কৃষি সংক্রান্ত দু’টি বিল
রাজ্যসভা

নিজস্ব সংবাদদাতাঃ গত রবিবারই ব্যাপক হট্টগোলের মধ্যে রাজ্যসভায় পাশ হয়ে যায় কৃষি সংক্রান্ত দু’টি বিল, আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কৃষি বিল পাশের প্রতিবাদে সোমবার গর্জে উঠে বললেন কেন্দ্রে বিজেপি সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, দেশে হিটলারি শাসন চলাচ্ছে সবাইকে জোটবদ্ধ লড়াইয়ের ডাকও দিলেন। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সাংবাদিক বৈঠকে বললেন, গতকাল কেন্দ্রীয় সরকার গায়ের জোরে রাজ্যসভায় বিল পাশ করিয়েছে এই দিনটি ভারতীয় দেশের ইতিহাসে একটি ‘কালা রবিবার’ (ব্ল্যাক সানডে) হয়ে থাকবে। মোদী সরকার কৃষক-খেতমজুরদের সব অধিকার কেড়ে নিল।সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলিকেও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কৃষি বিলে সম্মতি না দেওয়ার জন্য যৌথভাবে রাষ্ট্রপতির কাছে দরবার করেছেন ১৫টি বিরোধী দলের এমপিরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে পৃথকভাবে দেখা করে বিল নিয়ে আপত্তির কথা তুলে ধরেন পাঞ্জাবের শিরোমণি অকালি দলের এমপি সুখবীর সিং বাদল। বিদেশ থেকে ট্যুইটারে ‘অন্ধ অহঙ্কারে মত্ত, সবজান্তা মোদি সরকারে’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল গান্ধীও। অন্যদিকে, মঙ্গলবার রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদকে বক্তব্য রাখতে দেওয়ার দাবি উঠেছে। তাতে সম্মতি না মিললে গোটা অধিবেশন বয়কটের পরিকল্পনা নিয়েছে বিরোধীরা। 

Published on

22/09/2020 17:41

Published By: BIPRADIP DAS



Share This

0 Comments: